
Bell's palsy
বেলস পলসি-জ্বর, ঠান্ডা লাগা, সর্দি-কাশি, কান পাকা, ভাইরাস (হারপিস জোস্টার) এর জন্য প্রদাহ হয়ে এ রোগ হয়ে থাকে। যেদিকে আক্রান্ত হয়,মুখমণ্ডল তার বিপরীতে বেঁকে যায়। দুর্বল দিক দিয়ে খাবার, পানি ও লালা মুখ থেকে গড়িয়ে পড়ে। চোখ খোলা থাকে, চোখের পানি অনেক সময় শুকিয়ে যায়, ফলে চোখের ভেতরে ধুলাবালু ঢুকে চোখের মণিতে বা কর্নিয়ায় ইনজুরি হতে পারে। নিয়ম মানা ও ব্যায়াম করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চোখের যত্নে চোখে ড্রপ দেওয়া,রাতে ঘুমানোর সময় চোখে মলম দিয়ে ব্যান্ডেজ করে রাখা ও সাইডগার্ডযুক্ত কালো চশমা ব্যবহার করতে হবে। মুখগহ্বরের যত্নের জন্য প্রতিবার খাওয়ার পর আঙুল দিয়ে মুখ পরিষ্কার করতে হবে এবং মাউথওয়াশ দিয়ে মুখ কুলকুচা করতে হবে। সঙ্গে কোনো ইনফেকশন থাকলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে। দেখানো উপায়ে মুখের ব্যয়াম করতে হবে। সুযোগ থাকলে বাঁশিতে ফুঁ দেওয়া ও চুইংগাম চিবানো যেতে পারে