
Craniopharyngioma
ক্রেনিওফেরিনজিওমা এক ধরনের ব্রেইন টিউমার যা মস্তিস্কের পিটুইটারি গ্ল্যান্ড এর উপরে হয়ে থাকে। সাধারনত শিশুদের এ ধরনের টিউমার বেশী হয়। তবে বড়দেরও হতে পারে। এই টিউমারটি হওয়ার মূল কারন জম্মগত। টিউমারটি খুব ধীরে ধীরে বড় হয়। এটি সাধারন ধরনের টিউমার, কোন ক্যান্সার নয়। টিউমারটি অত্যন্ত গুরুত্বপূর্ন যায়গায় হওয়ার কারনে ক্যান্সারের সমান ক্ষতিকারক মনে করা হয়। এ কারনে মাথা ব্যাথা, চোখে দেখার অসুবিধা, অবসন্নতা ভাব, দৈহিক আকৃতির খর্বতা, বমি হতে পারে। হরমোনের সমস্যা, পারিবারিক মেলামেশায় অনীহা, চোখে দেখার নার্ভের ক্ষতি, ব্রেনে পানি জমা প্রায়ই হয়ে থাকে । চিকিত্সার জন্য বেশির ভাগ রোগীর অপারেশন প্রয়োজন হয়। তবে অপারেশন করা হলেও টিউমারটি আবার হতে পারে। অপারেশনের পরে প্রসাব বেশী হতে পারে। এ সময়ে ঘন্টায় ঘন্টায় প্রসাব মেপে রাখতে হবে। আবার পানি ও মেপে খাওয়াতে হবে। পানি খাওয়ানোর জন্য একটি দাগ কাটা মগ ব্যবহার করুন ও কতটুকু পানি খাওয়ালেন তা আপনার চিকিৎসককে জানান। কিছু রোগীকে অপারেশনের পরে রেডিওথেরাপি দিতে হয়। যদি হরমোনের ঘাটতি থাকে তাহলে আজীবন ঘাটতি থাকা হরমোন বা ঔষধ গ্রহন করতে হয়। অপারেশনের পর সম্পূর্ন সুস্থ থাকা রোগী ও একটু জ্বর , কাশি , দাঁতে ব্যথা সহ মারাত্মক অসুবিধায় পড়তে পারে। এর কারন স্ট্রেচ বা চাপের সময়ে প্রয়োজনীয় অতিরিক্ত হরমোন/স্টেরয়েড শরীর তৈরী করতে পারে না। এ সময়ে কি করতে হবে তার নির্দেশনা ছুটির কাগজে লেখা আছে। এ নির্দেশনা আপনার চিকিত্সককে দেখান।