
Diffuse intrinsic pontine gliomas (DIPGs)
ব্রেইন স্টেম গ্লাওমাঃ এটি এক ধরনের ব্রেইন টিউমার। যা ব্রেইন ষ্টেমে হয়ে থাকে। এই ব্রেইন ষ্টেম মানুষের শ্বাস-প্রশ্বাস, হৃদপিন্ডের চলাচল, জ্ঞান রক্ষা করা এবং হাত-পা চলাচলে নিয়ন্ত্রণ এর মতো গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এই টিউমারটি কে ব্রেইন স্টেম গ্লাইওমা বলা হয়। কারণ টিউমার ব্রেইনের গ্লায়াল কোষ থেকে তৈরি হয়। এই টিউমার অপারেশনের মাধ্যমে সরিয়ে দেওয়া নিরাপদ নয়। তবে এই টিউমার এর প্রকৃতি জানার জন্য বায়োপসি পরীক্ষা করা যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এমআরআই পরীক্ষা দ্বারা এর অবস্থান ও প্রকৃতি অনুমান করা যায়। সে ক্ষেত্রে বায়োপসির প্রয়োজন হয় না কি পরিমাণে হয়ে থাকেঃশতকরা ১০ থেকে ২০ ভাগ এই রোগ দেখা যায়। সে ক্ষেত্রে পাঁচ থেকে দশ বছর বয়সের শিশুরা বেশি আক্রান্ত হয়ে থাকে। লক্ষণ কিঃ রোগীর হাটতে সমস্যা হয়, ভারসাম্য রক্ষা করতে পারে না, চোখে একটা জিনিসকে দুইটা দেখা, চোখের পাতা ঝুলে পড়া, চোখে নিজে নিজেই অস্বাভাবিক নড়াচড়া দেখা যায়। এর চাপে পানি জমে গেলে সেক্ষেত্রে সান্ট/ইটিভি অপারেশন প্রয়োজন। রেডিয়েশন থেরাপি কার্যকর, কখনো কখনো অপারেশনে সুফল পাওয়া যায়।