
Discharge
অপারেশনের পরে ছুটির সময়ে দেওয়া উপদেশ সমুহ- ড্রেসিং ভিজাবেন না। ড্রেসিং খুব চুলকালে, খুলে গেলে বা ভিজে গেলে পরিবর্ত্তন করতে হবে। -------- পরে সেলাই কাটাবেন। ----------দিন গোসোল করবে না, এ সময়ে ভিজা কাপড় দিয়ে শরীর মুছে দিতে হবে। বাচ্চা আরো ২ সপ্তাহ উপুড় হয়ে শুয়ে থাকবে। খাবার পাশ ফিরিয়ে খাওয়াবেন