
Ependymoma, NOS
এপেনডাইমোমাঃ- একটি মস্তিষ্ক ও স্নায়ুরজ্জুর টিউমার। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যেকোন জায়গায় হতে পারে। শিশু ও পূর্নবয়স্ক উভয় শ্রেনীর মানুষই আক্রান্ত হতে পারে। এই টিউমার মস্তিষ্কের পানিপূর্ণ যে ক্যাভিটি বা গর্ত থাকে তার দেয়ালের অ্যাপেন্ডাইমা কোষ থেকে তৈরি হয় এবং এটি মস্তিষ্কের পানি সরবরাহের সাথে ছড়িয়ে পড়ে। এ লক্ষনঃ এ রোগের বহুবিধ লক্ষন দেখা যায়- টিউমারের অবস্থানের উপর রোগের লক্ষন নির্ভর করে। বমির উদ্বেগ, বমি, মাথা ব্যাথা, হাটতে সমস্যা এই লক্ষনগুলি বেশী দেখা যায়, চিকিৎসাঃ অপারেশন এই রোগের প্রথম ও প্রধান চিকিৎসা। অপারেশনের পরে দুই ধরনের চিকিৎসার প্রয়োজন হতে পারে- রেডিয়েশন থেরাপিঃ এখানে উচ্চমাত্রার এক্সরে ব্যবহার করে রেডিয়েশনের দ্বারা ক্যান্সার কোষকে মেরে ফেলা হয় অথবা তার দমন করা হয়। কেমোথেরাপিঃ এখানে কিছু ঔষধের দ্বারা ক্যান্সার কোষকে ধ্বংস করা হয় বা দমন করা হয়।