
General Advise
৬ মাস বয়স পর্যন্ত শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়ান। ৬ মাস বয়স থেকে বুকের দুধের পাশাপাশি ঘরে তৈরি স্বাভাবিক খাবার যেমন: খিচুড়ি, রঙ্গীন ও সবুজ শাক সবিজ, কাচাকলা ভর্তা, কচু, কুশুমসহ ডিম, মুরগির মাংস ও কলিজা খাওয়াতে হবে। শিশুর যেকোন স্বাস্থ্য সমস্যায় হাসপাতালের শিশু বহিঃবিভাগে অথবা জরুরী বিভাগে দেখাবেন।