
Moya Moya Disease (MMD)
ময়া ময়া রোগে মস্তিস্কের রক্তনালী ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। এনজিওগ্রাম পরীক্ষায় রক্তনালী গুলী ধোয়ার কুন্ডলির মত দেখায় । ধোয়ার কুন্ডলিকে জাপানী ভাষায় ময়াময়া বলে। রোগের প্রাথমিক অবস্থায় যখন রক্তনালী অল্প বন্ধ হয় সেসময় বাচ্চা খেলাধুলা করলে অথবা খাবার খাওয়ার পরে অথবা কান্নার পরে শরীরের এক দিক দুর্বল হয়ে যায়। বিশ্রাম নিলে কিছুক্ষন পরেই এ অবস্থা ঠিক হয়ে যায়। যখন রক্ত নালী কিছুটা সংকুচিত হয় তখন মস্তিস্কের রক্ত অল্প ঘাটতি হয় কিন্তু কাজ চলতে থাকে, যখন দৌড় ঝাপ করে, ঝাল খাবার খায় বা কান্না করে সে সময় মস্তিস্কে রক্তের চাহিদা বৃদ্ধি পায়। সংকুচিত রক্তনালী বাড়তি এই রক্ত মস্তিস্ককে সরবরাহ করতে পারে না। ফলে শরীরের বিপরীত দিকে সাময়িক দূর্বলতা দেখা দেয় , কথা জড়িয়ে যায়, দেখতে অসুবিধা হয়। বিশ্রাম নিলে মস্তিস্কের রক্তের চাহিদা কিছুটা কমে আসে ফলে দূর্বলতা কমে যায়। এ অবস্থাকে ট্রানজিয়েন্ট হেমিপেরেসিস বলে । ট্রানজিয়েন্ট হচ্ছে সাময়িক, হেমি অর্থ একদিকে , আর পেরেসিস অর্থ দূর্বলতা। এ অবস্থায় চিকিৎ না নিলে স্ট্রক হতে পারে। চিকিৎসা:- প্রাথমিক অবস্থায় রোগীর অপারেশন করা সম্ভব হলে চিকিত্সায় সুফল পাওয়া যায়।এ রোগের চিকিত্সার জন্য রক্তনালীর বাইপাস অপারেশন করতে হয়। সাবধানতা: ১. বেশী দৌড়-ঝাপ করবে না। ২. প্রচুর পানি, জুস এবং লিকুইড খেতে হবে ৩. ঘাম হয় এমন কাজ করবে না। ৪. ঝাল খাবার খাবে না ৫. কান্না করবে না। সমস্যা হলে প্রাথমিক সর্তকতা: ১. বাচ্চাকে শান্ত করে বিশ্রাম নিতে দিন, পানি বা তরল খাবার প্রদান করুন ২. সম্ভব হলে অক্সিজেন দিন এবং চিকিৎসকের পরামর্শে শিরায় স্যালাইন দিতে হবে এ রোগের সঙ্গে খিচুনী, মাথা ব্যথা , উচ্চ রক্ত চাপ থাকতে পারে।