
MRI
এম.আর.আই সম্পর্কিত কিছু তথ্যঃ শিশুদের ক্ষেত্রে অজ্ঞান করার প্রয়োজন হয়। কন্ট্রাষ্ট ইন্জেকশন দেওয়া প্রয়োজন হতে পারে কারনে কিডনী পরীক্ষা জরুরী। পরীক্ষা করার আগে বাচ্চাকে ৪ ঘণ্টা ও পরীক্ষা শেষে আবার ৪ ঘন্টা খাবার বন্দ্ব রেখে সেই সময়ে সঠিক পরিমাণে আইভি স্যালাইন ও অক্সিজেন দিতে হবে। পরীক্ষা চলাকালীন সময়েও পর্যাপ্ত পরিমানে আইভি স্যালাইন ও অক্সিজেন দিতে হবে। সতর্কতাঃ এ পরীক্ষা করার জন্য Anesthesiologist এর সাথে রোগীর অভিভাবক কথা বলে নিবেন। যদি কোনো মেটাল থাকে তাহলে ভাল ছবি পাওয়া যায় না। প্রগ্রামেবল ভিপি সান্ট থাকলে এমআরআই শেষে অতি দ্রুত সান্ট রিপ্রগ্রামিং করাতে হবে। প্রগ্রামার কে এমআর আই করার পূর্বে যোগাযোগ করে পুর্বেই নিয়ে আসতে হবে। কারন উচ্চ ক্ষমতার চুম্বক সান্টের প্রগ্রাম কে পরিবর্ত্তন করে দেয়। হার্টে পেস মেকার থাকলে এমআরআই করার পূর্বে হৃদরোগ বিষেষজ্ঞের পরামর্শ নিবেন।