
NTD-Info
নিউরাল টিউব ডিফেক্ট: গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে নিউরাল টিউব তৈরী শুরু হয়ে গর্ভধারণের ৪ সপ্তাহ পরে শেষ হয়। আক্রান্ত শিশুদের নিউরাল টিউব ঠিকভাবে তৈরী হয় না । ফলে স্পাইনাল কর্ডে এবং মেরুদণ্ডের হাড়ে ত্রুটি দেখা দেয় ও বলের মত ফোলা মেরুদন্ডের উপরে দেখা যায়। স্পাইনা বিফিডা বিভিন্ন মাত্রার হতে পারে। সঙ্গে প্রসাবের অসুবিধা ও পায়ের দুর্বলতা থাকতে পারে। মানুষ লম্বা হাওয়ার সময়ে স্পাইনাল কর্ড উপরে উঠে, কিন্তু কর্ড আটকে থাকলে উপরে উঠতে বাধাপ্রাপ্ত হয়; ফলে কর্ডের উপরের অংশে সমস্যা দেখা দিতে পারে। রোগের প্রকৃত অবস্থা জানতে এম.আর.আই, আল্ট্রাসনোগ্রাম ও প্রসাবের পরীক্ষা করা প্রয়োজন হয়। সার্জারির পরে প্রসাবের ও পায়ের চিকিৎসা প্রয়োজন হয়। প্রসাবের অসুবিধা থাকলে শিশু ইউরোলজিস্ট - প্রয়োজনে নিজেরা জীবাণুমুক্তভাবে ক্যাথেটার করে সুফল পাওয়া যায়। প্রয়োজনীয় ক্ষেত্রে ক্যাথেটার করলে কিডনি, প্রসাবের নালী ও প্রসাবের থলি ভাল থাকে। এসব শিশুদের প্রসাবে বারে বারে ইনফেকশন হতে পারে। সে ক্ষেত্রে বারে বারে প্রসাবের পরীক্ষা করতে হয়। পায়ের দুর্বলতা থাকলে শিশু অরথোপেডিক্স এর সাপোর্ট প্রয়োজন হয়। পায়ের দু লতার জন্য ফিজিওথেরাপি, অরথোসিস (বিশেষ ধরনের জুতা) বেশ উপকারী। এক সন্তানের এ রোগ হলে তার অন্য সন্তানদেরও এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে। খাবারে সবুজ তাজা শাকসব্জীর অভাব এমনটি হতে পারে, গর্ভধারনের তিনমাস পূর্ব থেকে ফলিক এসিড টেবলেট খেতে হবে। প্রায় সবক্ষেত্রেই ফলিক অ্যাসিড স্পাইনা বিফিডা প্রতিরোধ করতে পারে।