
Perfusion weighted MRI of Brain
পারফি্উশন এমআরই MRI Perfusion Weighted Imaging (PWI) পরীক্ষা সম্পর্কিত তথ্যঃ এ পরীক্ষা পদ্ধতি সাধারন এম আর আই পরীক্ষার মতই। শিশুদের ক্ষেত্রে অজ্ঞান করার প্রয়োজন হয়। এ পরীক্ষায় কন্ট্রাষ্ট ইন্জেকশন দেওয়া লাগে বিধায় পরীক্ষা করার আগে কিডনী পরীক্ষা একান্ত জরুরী। পারফিউশন পরীক্ষা করার আগে বাচ্চাকে ৪ ঘণ্টা মুখে ও পরীক্ষা শেষে আবার ৪ ঘন্টা খাবার বন্দ্ব রেখে সেই সময়ে সঠিক পরিমাণে আইভি স্যালাইন ও অক্সিজেন দিতে হবে। পরীক্ষা চলাকালীন সময়েও পর্যাপ্ত পরিমানে আইভি স্যালাইন ও অক্সিজেন দিতে হয় কেন এ পরীক্ষা করা হয়? এ পরীক্ষার মাধ্যমে প্রতি গ্রাম ব্রেইনে কতটুকু রক্ত আছে তা জানতে পারা যায় (CBV)। পাশাপাশি ব্রেইন বা মস্তিষ্ক কিছু রক্ত বা অক্সিজেন সঞ্চিত রাখে (Vascular Reserve) । সঙ্গে DWI পরীক্ষা করলে কতটুকু মস্তিষ্ক ক্ষতিগ্রস্থ হয়েছে বা অপারেশনে কতটা উপকার হবে বুঝতে পারা যায় । নির্দিষ্ট এলাকায় রক্ত সরবরাহের গতি সম্পর্কে জানা যায় (rCBF)। আক্রান্ত এলাকা দিয়ে রক্ত চলার জন্য কতটা সময় প্রয়োজন বুঝতে পারা যায় (MTT, TTP)। সুতরাং, ব্রেইন এর রক্তসল্পতা সস্পর্কিত যতগুলো রোগ আছে যেমন ষ্ট্রোক বা ময়া ময়া ডিজিজ এ পরীক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। সতর্কতাঃ ময়া ময়া ডিজিজ রোগের ক্ষেত্রে খুব কম হলেও এ পরীক্ষা করার সময়ে নতুন ষ্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। আইভি স্যালাইন, অক্সিজেন বা পরীক্ষা পরবর্তী সময়ে বাচ্চা কান্না না করলে নতুন ষ্ট্রোক এর ঝুকি এড়িয়ে চলা সম্ভব। এপরীক্ষা করার পূর্বে দায়িত্ব প্রাপ্ত Anesthesiologist এর সাথে রোগীর অভিভাবক কথা বলে নিবেন।