
Pituitary Microadenoma
Pituitary Microadenoma পিটুইটারী গ্লান্ডের টিউমার যদি ১০ মি.মি. এর কম হয় তখন তাকে মাইক্রোএডেনোমা বলা হয়। এটি এত ছোট থাকে যে এর চারিপাশের স্বাভাবিক টিস্যুকে সাধারানত চাপ দেয়না। তবে এক বা একাধিক হরমোন বেশী পরিমানে তৈরী হওয়ায় রোগের লক্ষনের প্রকাশ ঘটে। তবে অন্য কোনো কারনে পরীক্ষা করতে গিয়ে এটি ধরা পড়তে পারে। তখন তাকে ইন্সিডেন্টালোমা বলে। বিশেষ ধরনের এম. আর. আই. পরীক্ষার মাধ্যমে এ টিউমার সঠিকভাবে চিহ্নিত করা যায়। রোগের লক্ষনঃ চোখে দেখার অসুবিধা, সময়ের পুর্বে বয়সন্ধির লক্ষন, হঠাত চুল গজানো, সন্তান ধারনের অক্ষমতা। চিকিৎসাঃ বেশীরভাগ রোগীর (৯৭%) এই টিউমারের জন্য কোনো খারাপ সমস্যার পরেনা। শতকরা ৩০ ভাগ ক্ষেত্রে এ টিউমার সংকুচিত হয়ে যায় (med. virginia. edu)। যে টিউমার খুব বেশী গোনাডোট্রোফিন তৈরী করে তাদের প্রায়শই অপারেশন করে রেডিয়েশন প্রয়োজন পরে (emedicin-medscape.com)। LH & Prolacting Secreting Tumor হরমোন চিকিৎসায় উন্নতি লাভ করে। যদি এটা বড় হয় এবং চোখে দেখার স্নায়ুকে চাপ দেয় তখন অপারেশন প্রয়োজন পরে। সাধারনত এ টিউমার ১-৩ মি মি করে বড় হয়।