
Retinopathy of prematurity (ROP)
Retinopathy of prematurity (ROP) সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ROP-এর কারণে অপরিণত নবজাতক শিশুর চোখের দৃষ্টি সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে - যা বাইরে থেকে বোঝা যাবে না। যে সকল অপরিণত নবজাতক শিশু ৩৫ সপ্তাহের পূর্বে, বা ২ কেজির কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে, জন্মের ২০ থেকে ৩০ দিনের মধ্যে অবশ্যই রেটিনা পরীক্ষা করাতে হবে। রেটিনা পরিণত না হওয়া পর্যন্ত ১ থেকে ২ সপ্তাহ অন্তর অন্তর রেটিনা পরীক্ষা করাতে হবে। রেটিনা পরীক্ষায় অস্বাভাবিক কিছু ধরা পড়লে জরুরীভাবে চিকিৎসার (লেজার) প্রয়োজন হতে পারে।