
Subdural Effusion
এ ঔষধ খাওয়ার পরে মাথাব্যাথা, অবসন্নতা, ঘুমঘুম ভাব, ক্ষুধামন্দা, বারেবারে প্রসাব হওয়া, ঘুম কম হওয়া ও পেটের সমস্যা দেখা দিতে পারে। ঔষধটি খাবার মাঝে অথবা খাবার খাওয়ার পরে খেতে হয়। ঔষধটি ঘুমের আগে না খাওয়াই ভালো। লিভার অথবা কিডনির সমস্যা থাকলে এ ঔষধটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হয়। কারো যদি গ্লুকোমা রোগ থাকে তবে এ ঔষধটি না খাওয়াই ভালো। এ ঔষধ খাওয়াকালীন প্রচুর পানি খেতে হবে। এছাড়াও ডাবের পানি বা আপেলের জুস খাওয়া ভালো।