
Warning-1
নীচের লক্ষন দেখা দিলে অতি সত্বর নিউরোসার্জারী বিভাগে বা নিউরোসার্জনের সঙ্গে যোগাযোগ করুন মাথা ব্যাথা -ক্রমাগত বেড়ে যাওয়া , বারে বারে বমির উদ্বেগ বা বমি হওয়া ঘুম ঘুম ভাব, জ্ঞানের মাত্রা কমে যাওয়া কথা জড়িয়ে যাওয়া, অস্বাভাবিক ব্যবহার, হাত বা পা অচল হয়ে যাওয়া, খিচুনী