
Autism spectrum disorder (ASD)
অটিজমঃ অটিজম স্নায়ুবিকাশ জনিত বৈচিত্র। এ ধরনের মানুষেরা সাধারণত শারীরিক গঠনের কেন সমস্যা বা ত্রুটি থাকে না এবং তাদের চেহারা অন্যান্য স্বাভাবিক মানুষের মতো হয়ে থাকে। ছেলেদের মধ্যে চার গুন বেশি দেখা যায়। কি কারণে এ সমস্যার সৃষ্টি হয় তা আজও অজানা। অটিজম সণাক্ত করণের সম্ভাব্য লক্ষণসমূহঃ ক. শিশুর জন্মের ৬ মাসের মধ্যে স্বতস্ফূর্তভাবে না হাসা। খ. নয় মাসের মধ্যে তার যত্নকারীদের কথা, শব্দ, হাসি এবং মুখের ভাবভঙ্গির সাথে প্রতিক্রিয়ামূলক আচরন না করা। গ. এক বছরের মধ্যে কোন শব্দ না করা, আঙ্গুল দিয়ে কোনো কিছু না দেখানো। ঘ. ষোল মাসের মধ্যে একটি শব্দ না করা। ঙ. দুই বছরের মধ্যে দুইটি শব্দের সংমিশ্রণে বাক্য না বলা। চ. শিশুটির অর্জিত যোগাযোগ দক্ষতা বা সামাজিক দক্ষতা যদি হঠাৎ করে হারিয়ে যায়। উপরোক্ত বৈশিষ্ট্যগুলো পাওয়া গেলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের সংঙ্গে যোগাযোগ করতে হবে, মনোরোগ বিশেষজ্ঞ/ শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ ক্লিনিক্যাল সাইকোলজিষ্ট যারা শিশুকে পরীক্ষা নিরীক্ষা করে তার অটিজম নির্ণয় ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে পারেন। যত দ্রুত অটিজম সনাক্ত করা যাবে ততই মঙ্গল।